২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরিয়েছে টিকটক। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯.৬ শতাংশ। এর মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলা হয়েছে।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী টিকটক এ সময় মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়। তবে যাচাই শেষে প্রায় ৭৫ লাখ ২৫ হাজার ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে আনা হয়েছে।

বিশ্বজুড়ে সরানো ভিডিওগুলোর মধ্যে- ৩০.১ শতাংশ ছিল সংবেদনশীল বিষয়বস্তু, ১১.৫ শতাংশ নিরাপত্তা নীতিমালা ভঙ্গের কারণে, ১৫.৬ শতাংশ গোপনীয়তা লঙ্ঘনের কারণে, ৪৫.৫ শতাংশ ভুল তথ্য ছড়ানোর জন্য এবং ১৩.৮ শতাংশ এডিট বা এআই-জেনারেটেড কনটেন্ট হিসেবে শনাক্ত করা হয়।

রিপোর্টে আরও জানানো হয়েছে, বিশ্বব্যাপী ৯৯ শতাংশ ভিডিও আপলোডের আগেই শনাক্ত করা হয় এবং ৯৪.৩ শতাংশ কনটেন্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা সম্ভব হয়।

টিকটক নিয়মিতভাবে এই ধরনের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে, যেখানে কনটেন্ট নিয়ন্ত্রণ, নীতিমালা প্রয়োগ এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews