কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম সম্প্রতি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে।

সাক্ষাতের শুরুতে উভয়েই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা বিনিময় করেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামকে কাতারে তাঁর সফল কূটনৈতিক মেয়াদ পূর্ণ করার জন্য অভিনন্দন জানান এবং তাঁর পরবর্তী কর্মস্থল রাশিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে সফলতা কামনা করেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর দায়িত্বকালীন সময়জুড়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে দৃঢ় সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান কাতারের পিতা আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি, যাঁর নেতৃত্বে কাতারে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী নিরাপদ ও সুরক্ষিতভাবে বসবাসের সুযোগ পেয়েছে।

সাক্ষাৎকালে দুই পক্ষই বাংলাদেশ ও কাতারের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাব্য দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে, কাতারের আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফরের মাধ্যমে যে নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে, তা নিয়েও মতবিনিময় হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews