সোমবার রাতে ৩৮ বছর বয়সী এই যুবকের মৃত্যুর পর শ্যামগঞ্জ এলাকায় তাদেরসহ আশপাশের সাতটি বাড়ি ‘লকডাউন’ করেছে উপজেলা প্রশাসন।

শ্যামগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ওয়াহীদুর রহমান খান মামুন বলেন, এই যুবক শ্যামগঞ্জ বাজারে একটি খাবার হোটেলে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন।

“গতকাল (সোমবার) দুপুরে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তিনি মারা যান।”

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, যেহেতু মৃত্যুর আগে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, তাই রির্পোট এলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে রোববার সকালে জ্বর, কাশি নিয়ে এই উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews