ডেনমার্কের বিপক্ষে ১৯২০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে স্পেন জাতীয় দল। নিজেদের ১০৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত ৬ বার বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘লা রোজা’রা। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিক ফুটবলেও সোনা জিতেছিল স্পেন। কিন্তু সেবার থেকেই অলিম্পিকের ফুটবল ইভেন্টে অনূর্ধ্ব-২৩ দল খেলানোর নিয়ম চালু হওয়ায় সেটা এই হিসাবে বিবেচনা করা হয়নি।
কোচ লুইস আরাগোনাস ও ভিসেন্তে দেল বস্কের অধীনে স্পেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বিশ্ব ফুটবলে দাপট না ছড়ালে এই তালিকায় জায়গা হতো না। ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের মাঝে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে স্পেনের সর্বশেষ শিরোপা ২০২৩ সালে উয়েফা নেশনস লিগ জয়। ১৯৬৪ ইউরো জয় ছিল স্পেনের প্রথম আন্তর্জাতিক শিরোপা।