প্রফেসর ড. অনুপম সেন বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা দেশের বিজ্ঞান–ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। এ থেকে প্রমাণিত হয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান চর্চার চমৎকার পরিবেশ রয়েছে।
নগরীর প্রবর্তক মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে গতকাল বিজ্ঞান–ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ হওয়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভাগের শিক্ষকরা উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন। তিনি এসব শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলেন, আবদুল কাদের আকিব, কাজী আনিকা ফেরদৌস, মোহম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ ইমরান হোসাইন, আশিকুল ইসলাম আবিদ, মিনহাজুল ইসলাম, সাদমান রিজোয়ান ও আশরাফুল দৌলা। সৌজন্য সাক্ষাতে উপস্থিত শিক্ষকরা হলেন, ডিন প্রফেসর ড. তৌফিক সাইদ, সহযোগী অধ্যাপক সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক মিনহাজ হোসাইন ও প্রভাষক মেহেদী হাসান।–বিজ্ঞপ্তি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews