মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যবহার করে তান্ডব চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ। শিক্ষার্থীদের আন্দোলনে ঘাপটি মেরে বসে থাকা ছাত্র লীগ কর্মীরা উপদেষ্টাদের অবরুদ্ধ করার পাশাপাশি
সেনাবাহিনী ও পুলিশ সদস্যদেরকে গালাগালি করছে। তাদের হাতে নাজেহাল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহত শিক্ষার্থী। এদের মধ্যে পূর্ব থানার জুলাই ২৪ আন্দোলনে আহত শিক্ষার্থী আকাশের অবস্থা খুবই খারাপ। তাকে মেরে গুরুতর আহত করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ। আহত আকাশকে লুবনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ নেতারা শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে গণমাধ্যম কর্মীদেরকে আটক করে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক নিহতদের সংখ্যা বাড়িয়ে সংবাদ প্রকাশের জন্য চাপ সৃষ্টি করছে।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ইন্দনে পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিয়াবাড়ীতে র্যাব, বিজিবি ও পুলিশের উপস্থিতি তুলনা মূলক ভাবে অনেক বেশি ছিলো।
শিক্ষার্থীদের আন্দোলনকে কৌশলে ছাত্রলীগ নেতারা নিজেদের কব্জায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদেরকে দিয়াবাড়ীতে মার পিট করে আহত করছে।
সরেজমিনে দেখা যায়, বিমান বাহিনীর ফাইটার বিমানের আঘাতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের
নিহত ও আহত শিক্ষার্থীদের ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনার দোসরা সক্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আওয়ামী লীগের পক্ষে সরাসরি পোস্ট দিয়েছে এমন লোকজন আজকের শিক্ষার্থীদের আন্দোলন নেতৃত্ব দিচ্ছে।
তারা কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ফায়দা নেওয়ার সুযোগ খুজছে। আজ সকালে নিহতদের সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়ে উত্তরা দিয়াবাড়ী গোল চত্তরে সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, দাবি জানিয়ে "উই ওয়ান্ট জাস্টিস" আমরা ভাই মরলো কেন?উই ওয়ান্ট জাস্টিস " স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।