বিটিআরসি সোমবার (১০ ডিসেম্বর) ইন্টারনেট গেটওয়ে অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা দিয়েছে।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) কয়েকজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন। 

এর আগে রোববার (৯ ডিসেম্বর) চারটি নিউজপোর্টালসহ ৫৮টি ওয়েবসাইট বন্ধে নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায়। পরবর্তীতে আবার এসব খুলে দেওয়া পরপরই নিউজপোর্টালবাদে অন্যান্য ‘গুজব সৃষ্টিকারী’ ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিটিআরসির কর্মকর্তারা জানান, এসব ওয়েবসাইট থেকে বিভ্রান্তিকর কিছু তথ্য দেওয়া হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮

এমআইএচ/এমএ/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews