তিনি আরও লেখেন, জনপ্রতি ১০০০ টাকা খরচ হলেও ১৫ লাখ মানুষের খরচ= ১৫,০০,০০০×১০০০= ১৫০,০০,০০,০০০/-(১৫০ কোটি টাকা)। এত টাকা খরচ করে (জামায়াতের নেতাকর্মীদের পকেটের টাকা খরচ মানে জামায়াতেরই খরচ) এই প্রোগ্রামের এচিভমেন্ট কি? 

শফিউর রহমান আরও লেখেন, জামায়াতের এই হিউজ শক্তি জানান দেওয়াকে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কীভাবে রিড করবে? চীন কীভাবে দেখবে? ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে ক্ষমতার দাবিদার শক্তিশালী জামায়াতে ইসলামীকে কীভাবে ট্রিট করা হবে? বিএনপি এবং বাংলাদেশের ডিপ স্টেট বিষয়টিকে কতটা থ্রেট হিসেবে ক্যালকুলেট করবে। কাউন্টার হিসেবে তারা কী পদক্ষেপ নেবে? বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রগুলো যারা নিয়ন্ত্রণ করে তারা জামায়াতকে মানতে কতটা প্রস্তুত? প্রস্তুত না হলে তারা ভু-রাজনৈতিক খেলোয়াড়দের, বিশেষ করে ভারত ও আমেরিকার সাথে জামায়াত ঠেকাইতে কোন ধরনের ডিলে যাবে? সেই ডিলকে কাউন্টার করার মতো কতটুকু আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ জামায়াতের আছে? জামায়াতের আন্তর্জাতিক এলাই কে? আদৌ কোনো এলাই আছে কি না?

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক শফিউর রহমানের পোস্ট দেখতে এখানে ক্লিক করুন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews