এবার ভারতকে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে সতর্ক করলো যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে এ ব্যবস্থা কিনলে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে শুক্রবার হুশিয়ার করা হয়েছে।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে চীন এসইউ-৩৫ জঙ্গিবিমান ও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।

ওই নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়া অভিযোগ করেছে, দেশটিকে আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বাজার থেকে সরিয়ে দিতে চায় আমেরিকা।

রাশিয়ার কাছ থেকে যেসব দেশ সমরাস্ত্র ক্রয় করে সেসব দেশের তালিকার শীর্ষ রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম।

রাশিয়ার কাছ থেকে যেসব দেশ সমরাস্ত্র ক্রয় করে সেসব দেশের তালিকার শীর্ষ রয়েছে চীন, ভারত ও ভিয়েতনাম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews