বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল প্ল্যাটফর্ম জিমেইল নিয়ে নতুন আপডেট এনেছে গুগল। তবে এই আপডেট যতই আকর্ষণীয় হোক না কেন, ব্যবহারকারীদের জন্য এটি একটি অস্থায়ী সমাধান ছাড়া আর কিছুই নয়। ২ বিলিয়ন ব্যবহারকারীকে লক্ষ্য করে চালু করা হয়েছে এআই-চালিত বেশ কিছু সুবিধা যা ব্যবহারকারীদেরকে আরও দ্রুত, সুবিধাজনকভাবে ইমেইল পরিচালনা করতে সহায়তা করবে।

সবচেয়ে আলোচিত সংযোজন হলো একটি “আনসাবস্ক্রাইব” বোতাম, যা অপ্রয়োজনীয় মার্কেটিং ইমেইল সরাসরি ট্র্যাশে পাঠাতে সাহায্য করবে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি কেবলমাত্র একটি সাময়িক ব্যান্ডএইড মূল সমস্যার মূলে হাত না দিলে এটি দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না।

বিশেষজ্ঞদের পরামর্শ হলো আপনার একটি নতুন ইমেইল ঠিকানা খোলা দরকার, কারণ আপনার বর্তমান ঠিকানাটি ইতোমধ্যে অসংখ্য মার্কেটিং প্রতিষ্ঠানের ডাটাবেজে চলে গেছে। সেখান থেকে প্রতিনিয়ত স্প্যাম ও মার্কেটিং ইমেইল আসা বন্ধ করা কার্যত অসম্ভব।

নতুন ঠিকানার মাধ্যমে আপনি একদম পরিচ্ছন্ন একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারেন যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ ও বার্তাগুলোই স্থান পাবে। তাছাড়া এটি আপনার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থাৎ, গুগলের এই আপডেট প্রশংসনীয় হলেও প্রযুক্তি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে, এটি দীর্ঘস্থায়ী সমাধান নয়। সচেতন ব্যবহারকারীদের উচিত হবে পুরোনো ঠিকানা রেখে নতুন ঠিকানায় ধীরে ধীরে স্থানান্তর হওয়া এবং প্রতিনিয়ত নিজেদের ডেটা নিরাপদ রাখা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews