অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালেক্স কেরি বলেছেন, মহেন্দ্র সিং ধোনি যেভাবে একটা ম্যাচকে এগিয়ে নিয়ে দলকে জেতায় সেইভাবে আমিও করে দেখাতে চাই।
অ্যালেক্স কেরি আরও বলেন, ধোনির মতো সেরা ফিনিশারকে দেখলে অনেক কিছুই শেখা যায়। আমি ভাগ্যবান যে ধোনির বিপক্ষে খেলার সুযোগ পেয়েছিলাম।
অস্ট্রেলিয়ার হয়ে ২৯টি ওয়ানডে আর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কেরি বলেন, অনেক জায়গায় আমাকে আরও উন্নতি করতে হবে। মিডলঅর্ডারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত টানতে হবে। ম্যাচ শেষ করে আসতে হবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। আগামী ১৭ ও ১৯ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
সূত্র: স্পোর্টস স্টার্স।