জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন।  তিনি বলেছেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

সেইসঙ্গে তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনিদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বার্লিনে এক সংবাদ সম্মেলনে মের্জ গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, তিনি যুদ্ধবিরতি অর্জন এবং অবাধ মানবিক সহায়তা নিশ্চিত করার উপায় নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন।

মের্জ বলেন, ‘গাজা উপত্যকায় কর্মকাণ্ড আমাদের কাছে আর গ্রহণযোগ্য নয়। ’

রক্ষণশীল এ নেতা বলেন, ‘আমরা প্রথমে সেখানে যুদ্ধবিরতি এবং এই অঞ্চলের জনগণের জন্য ব্যাপক মানবিক সহায়তার জন্য চাপ দিচ্ছি। ’

মের্জ উল্লেখ করেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের সময় এই উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং পরিস্থিতি মোকাবেলায় তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জার্মানির এ চ্যান্সেলর বলেন, ‘গতকাল লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি। পরের সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বার্লিন সফরের সময় আমি আবার এটি নিয়ে আলোচনা করব। ’

তিনি বলেন. ‘আমরা দেশটিকে (ইসরাইল) সাহায্য করতে চাই, তবে আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীনভাবেও বলছি যে কী অগ্রহণযোগ্য এবং বর্তমানে সেখানে (গাজায়) যা ঘটছে তা আর গ্রহণযোগ্য নয়। ’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়েছে। এদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews