সিলেট নগরীর কাজিরবাজারের সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের ম্যানেজার জয় ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমার তেতলি বাইপাস এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের কোতয়ালী থানার বাসিন্দা এবং ও ব্যবসায়ীর বন্ধু জুবেল আহমদ এবং বাহারুল নামে আরও একজন। এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র জানায়, সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাংলাবাজারের এক ব্যবসায়ীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে শুক্রবার সন্ধ্যার পরে পাঠান। 

জুবেল ম্যানেজার জয়কে মোটরসাইকেলযোগে বাংলাবাজারের উদ্দেশ্যে না নিয়ে দক্ষিণ সুরমার চন্ডীপুল পার হয়ে তেতলি বাইপাস রোডের দিকে নিয়ে গেলে ২টি মোটরসাইকেলে ৪ জন এসে গতিরোধ করে মারধর করে সাথে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তেমুখি বাইপাস রোডের দিকে পালিয়ে যায়। 

এ ঘটনায় ম্যানেজার জয় তাৎক্ষনিক তার মালিক ইসমাইল হোসেনকে অবগত করলে ইসমাইল হোসেন লোকজনকে নিয়ে সাথে সাথে বরইকান্দি টেকনিক্যাল রোডের দিকে আসলে ছিনতাইকারীদের ২টি মোটরসাইকেলে টাকার ব্যাগসহ দেখতে পান। তখন ব্যবসায়ী ইসমাইল হোসেন এর চিৎকারে জনসাধারণ এগিয়ে এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়ছে। ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews