বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, আতলেতিক বিলবাওয়ের উইঙ্গার কাতালান ক্লাবটির জার্সি গায়ে জড়াতে প্রস্তুত। ক্লাব সভাপতি লাপোর্তা বলেছিলেন, তারা নিকোর রিলিজ ক্লোজ পরিশোধ করবেন। কিন্তু একমুহূর্তেই সব বদলে গেল!

শুক্রবার (৪ জুলাই) বিলবাও এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির সঙ্গে ৮ বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন নিকো। তার আগের রিলিজ ক্লজ ছিল প্রায় ৬ কোটি ২০ লাখ ইউরো, নতুন চুক্তিতে সেটা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

হৃদয়ের ডাক শুনেই বিলবাওয়ের সঙ্গে নতুন চুক্তি করেছেন জানিয়ে নিকো বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদয়ের কথা শোনা। আমি যেখানে থাকতে চাই, সেখানেই আছি, আমার লোকেদের সঙ্গে। এটাই আমার বাড়ি।’

বিলবাওয়ে ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গে খেলেন নিকো উইলিয়ামস। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর একটি দেয়ালচিত্র থেকে তার ছবি মুছে ফেলেছিল ক্ষুব্ধ বিলবাও সমর্থকরা।

উল্লেখ্য, ২০২১ সালে বিলবাওয়ে মূল দলে অভিষেকের পর এখন পর্যন্ত ১৬৭ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। স্পেন জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে তার গোল ৬টি। স্পেনের ২০২৪ ইউরো জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews