ছবি: প্রিয়.কম

(প্রিয়.কম, মিরপুর থেকে) শুরুতে বল বুঝতে কষ্টই করতে হয়েছে। ২০ বল খেলার পর খুলেছেন রানের খাতা। শুরুতে ইংল্যান্ডের পেসারদের সামলাতে গিয়ে রান নেয়ার কথাই হয়তো ভুলে গিয়েছিলেন তামিম ইকবাল। যদিও রানের খাতার খোলার পরই বদলে যায় বাংলাদেশ ওপেনারের ব্যাটিংয়ের ধরণ।

৬০ বলে পুর্ণ করে ফেলেন হাফসেঞ্চুরি। পরে এটাকে সেঞ্চুরিতেও পরিণত করেন তামিম। সেঞ্চুরির পর অবশ্য আর উইকেটে টিকে থাকা হয়নি। ১০৪ রান করে ইংলিশ স্পিনার মঈন আলীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে থামতে হয় তামিমকে। 

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়া ডেলিভারিটি খেলতেই চাননি তামিম। বলটি ছেড়ে দিয়েছিলেন তিনি। আউট হওয়ার আগেও আরও দুইবার বল ছেড়েছেন তামিম। কিন্তু এ যাত্রায় রক্ষা হয়নি। এলবিডব্লিউর ফাঁদে পড়তেই হয়েছে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করা তামিমকে।

এভাবে আউট হলেও এর কোনো ব্যাখ্যা নেই তামিমের কাছে। সংবাদ সম্মেলনে তামিম নিজেও বুঝতে পারছিলেন না কি বলা উচিত, ‘এটা তিন নম্বর যে আমি এরকম বল ছেড়ে দিচ্ছিলাম। ইচ্ছায় করছিলাম না, হয়ে যাচ্ছিল। চট্টগ্রামের উইকেটে বল পড়ে ঘুরছিল। ওই চিন্তা থেকেই, কিন্তু আমার ভুল ছিল। আমি যদি সোজা খেলতাম, যদি শট খেলতাম কিংবা প্যাডেও লাগতো তাহলেও কিন্তু আউট হতাম। কি বলব কোনো কিছু বলার নেই।’

৬৬ রান করে মঈন আলীর বলে আউট হয়েছেন মুমিনুল হকও। মুমিনুলের আউট নিয়ে তামিম বলছেন, ‘মুমিনুলের আউটটা যদি দেখেন। একই জায়গায় পড়ে একটা ভিতরে ঢুকেছে আরেকটা টার্ন করেছে। তারপরও যখন আমরা ৩০ ওভার ব্যাটিং করেছি ওই বলগুলো আমরা আরও ভালোভাবে সামলাতে পারতাম।’

বল না বুঝে আউট হয়ে গেলেও ১০৪ রানের ইনিংসটি নিয়ে তৃপ্তির জায়গা আছে তামিমের। নিজের ব্যাটিং নিয়ে বললেন, ‘আমি এই ইনিংসটাকে উপরের দিকেই রাখবো। আমি যেভাবে ব্যাটিং করতে পছন্দ করি আজ সেভাবে ব্যাটিং করেছি। আর প্রথম একটা রান করতে ১৮ (২০) বল লেগেছে। প্রতিটি সেঞ্চুরি আমার জন্য স্পেশাল। এটা তো সব সময় হয় না।’

সম্পাদনায়: সৌরভ মাহমুদ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews