সাকিবদের বাজে সময়ে আরও একটি দুঃসংবাদ টাইগার শিবিরে। আজ অনুশীলনের সময় চোট পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কাল নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তাই অনিশ্চিত এই ব্যাটিং অলরাউন্ডার।

বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয় টাইগারদের অনুশীলন পর্ব। এর এক ফাঁকে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের অন্যতম কারিগর মোসাদ্দেক হোসেন সৈকত। সাংবাদিকদের সাথে আলাপ করে অনুশীলনে ফিরে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ক্রিকেটার।  আঘাত পাওয়ার পর আইসপ্যাক দেয়া হয়।

চোট নিয়ে পরে ফিল্ডিংই করতে পারেননি মোসাদ্দেক। ফিজিও জুলিয়ান কালেফাতোর সহায়তায় মাঠ ছেড়েছেন। দলীয় সূত্রে জানা গেল, চোটটা হালকা নয়। কাল তাঁর জিম্বাবুয়ের বিপক্ষে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। খেলা যেহেতু সন্ধ্যায়, টিম ম্যানেজমেন্ট মোসাদ্দেকের জন্য অপেক্ষা করবে ম্যাচের আগ পর্যন্ত।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে যে ম্যাচটি বাংলাদেশ জিতেছে, সেটিতে দারুণ ব্যাটিং (অপরাজিত ৩০) করেছিলেন মোসাদ্দেক। জিম্বাবুয়ের বিপক্ষে আফিফের সঙ্গে সপ্তম উইকেটে গড়েছিলেন ম্যাচ জেতানো ৮২ রানের জুটি। বিপর্যস্ত বাংলাদেশ দলে যে দু-একজন একটু ছন্দে আছেন, তাঁদের একজন মোসাদ্দেককে নিয়েও এখন অনিশ্চয়তা।

বাংলা ইনসাইডার/এসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews