রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে! এই সময়েই ঝুঁকি নিয়ে বড় বাজেটের ‘দরদ’ মুক্তি দেয়া হচ্ছে! পরিস্থিতি বিবেচনায় অনেকেই এটিকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন!

বিশেষ করে ‘তুফান’-এর পর সিনেমায় যে স্থবিরতা দেখা দিয়েছে, সেটার উত্তরণ ঘটাতে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তিতে সিনেপ্রেমীরা ভীষণ আশাবাদী! শাকিবের প্রিয়তমা ও তুফান ছবির সাফল্যে ‘দরদ’-ও ভালো সাড়া ফেলবে, এমনটা মনে করছেন নির্মাতা, প্রযোজকরাও!

শুক্রবার ‘দরদ’ মুক্তি ঘিরে সিনেমা হলগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে! মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ‘দরদ’। দৈনিক ২২ শো চলবে ছবিটির। স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট চেক করে দেখা যায়, বুধবার দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাউয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের শো-গুলোর বেশ ভালো টিকিট সেল হচ্ছে।

GOVT

এছাড়া, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

ঢাকার বাইরে বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। মধুবনের ব্যবস্থাপক ইউনুস রুবেল জানান, ঢাকার বাইরে অ্যাডভান্স বুকিং ট্রেন্ডের সঙ্গে দর্শক ওতটা পরিচিত না। শুরুর দিকে শাকিব খানের ফ্যানরা ভিড় করে। রিলিজের পর দর্শকদের রিভিউ ভাল হলে হলে ভিড় বাড়তে থাকে। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে ‘দরদ’ হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুগন্ধা হলের ব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, ‘দরদ’র ট্রেলার ভালো লেগেছে। কেউ খারাপ বলেনি। বুধবার থেকে অগ্রিম টিকিট দিচ্ছি। ঈদ ছাড়া শাকিবের এমন ছবি আসছে এটা আমাদের জন্য পাওয়া। তুফানের পর মানুষ আর সিনেমার বিনোদন পায়নি। সবমিলিয়ে আশাবাদী।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। ইতোমধ্যে ৮০টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews