মোটিভেশনাল স্পিকার কোচ কাঞ্চনের পরিচালনায় বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ-২০২৫’ এ ‘কর্মক্ষেত্রে সুখ : বিপিও কর্মচারী এবং ফ্রিল্যান্সারদের উন্নতির জন্য ক্ষমতায়ন করা-Happiness at Work : Empowering BPO Employees and Freelancers to Thrive’ শীর্ষক অনুপ্রেরণামূলক সেশন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্প্রতি রাজধানীর সেনাপ্রাঙ্গণে মোটিভেশনাল স্পিকার কোচ কাঞ্চনের পরিচালনায় অনুষ্ঠিত সেশনটিতে তুলে ধরা হয় কিভাবে কর্মক্ষেত্রে সুখ এবং মানসিক ইতিবাচকতা একটি দলের অগ্রগতির মূল চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

বিপিও ও ফ্রিল্যান্সিং খাতে দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ ও বার্নআউটের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে মানসিক স্থিতিস্থাপকতা, প্রেরণা এবং কৃতজ্ঞতা চর্চা সাহায্য করতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন কোচ কাঞ্চন।

তিনি অংশগ্রহণকারীদের মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার, দলের মধ্যে বন্ধন দৃঢ়করণ এবং কাজের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলার কৌশলও শেয়ার করেন। সেশনটি অংশগ্রহণকারীদের জন্য এক অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতা হয়ে ওঠে।

এই সেশনটি ছিল বৃহত্তর বিপিও সামিট বাংলাদেশ ২০২৫-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO), আইসিটি বিজনেস প্রোমোশন কাউন্সিল (IBPC) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর (DoICT)।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews