তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে সময় দেওয়ার পর ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

ভবনে অবস্থানরত অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজউক বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেয়। এরপর বেলা পৌনে ৬ টার দিকে ফের ভবনটি সিলগালা করে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (প্রশাসন) খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে রাজউক কর্মকর্তারা ভবনটি সিলগালা করেন।

এর আগে গত ১৬ এপ্রিল ওই ভবন সিলগালা করে রাজউক। তার আগে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবন থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্য সময় দেয় রাজউক। এরপর ভবন সিলগালা করা হয়। পরে বিজিএমইএ ও ভবনে থাকা অফিস মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (১৮ এপ্রিল) দিনভর মালামাল সরিয়ে নেওয়ার জন্য ফের সময় দেয় রাজউক।

ভবনের গেটে পুলিশি নিরাপত্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বলেন, ভবনে অবস্থানরত প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আমরা তাদের মালামাল সরিয়ে নেওয়া জন্য বিকেল পর্যন্ত সুযোগ দিয়েছি। এরপর পৌনে ছয়টার দিকে আমরা ভবনটি আবার সিলগালা করে দিয়েছি। এখনও কিছু মালামাল আছে। বাকিটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে হবে।

উল্লেখ্য, রাজউকের অনুমোদন ছাড়াই গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙা নিয়ে আলোচনা শুরু হয় প্রায় ৯ বছর আগে। ২০১০ সালে একটি জাতীয় দৈনিকে ভবনটি নির্মাণে রাজউকের অনুমোদন না থাকার বিষয়টি উল্লেখ করা হয়।

আরকে//



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews