বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা হলে অনেক সমস্যা এমনিতে কমে যাবে। আর জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, এখনো বহু অপরাধী ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেপ্তার করা দরকার। না হলে নানা রকম ঝুঁকি তৈরি হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বললে তাঁর ভালো লাগে। এ সময় রাজনৈতিক নেতারা বলেন, প্রধান উপদেষ্টা ডাকলেই তাঁরা সাড়া দেবেন।
বৈঠক শেষে বিএনপি ও এনসিপির নেতারা যমুনার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।