ইস্যু কারো হাতে তুলে দেবে না সরকার: ওবায়দুল কাদের





বিএনপি সরকারের বিরুদ্ধে নানা ক্ষেত্রে ইস্যু খুঁজে ব্যর্থ হয়েছে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “আন্দোলনের ইস্যু শেখ হাসিনার সরকার কারো হাতে তুলে দেবে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে কখনও চালের উপর, কখনও পেঁয়াজের উপর, কখনও লবণের উপর, কখনও পরিবহনের উপর ভর করছে।

“তারা শুধুমাত্র ইস্যু খোঁজে। কিছু খুঁজে পাওয়া যায় কিনা তাই শুধু খোঁজে। তাতেও তারা ব্যর্থ হয়েছে। আন্দোলনের ইস্যু শেখ হাসিনার সরকার কারো হাতে তুলে দেবে না।”

পরিবহন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে জানিয়ে কাদের পরিবহন আন্দোলন স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাসহ কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার বেশ কেয়কজন নেতা, সেনা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সেনা বাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী বক্তব্য রাখেন।

তিনি বক্তব্যে সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস তুলে ধরেন।



WARNING:

Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews