স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানির ২৪ ঘণ্টা পার না হতেই আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট ছাড়ছে। যাত্রীদের নামিয়ে দিচ্ছে মাদারীপুরের বাংলাবাজারের অদূরে চরের মধ্যে। গতকাল সোমবার মাদারীপুরের শিবচরের বাংলাবাজারে গতকাল সোমবার বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ওই প্রাণহানি ঘটে।
আজ বাংলাবাজার ঘাটে নৌ নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোর কোনো নজরদারি দেখা যায়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ঘাটে কাউকেই পাওয়া যায়নি। এ সময়ের মধ্যে এই ঘাট থেকে কোনো স্পিডবোট ছেড়ে যায়নি। যাত্রীরা ফেরি ও ইঞ্জিনচালিত নৌকায় (ট্রলার) যাতায়াত করছেন। তবে পাঁচ ঘণ্টা সময়ে তিনটি স্পিডবোট ঘাটের অদূরে চরের মধ্যে যাত্রী নামিয়ে দিতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই স্পিডবোট তিনটি শিমুলিয়া প্রান্ত থেকে ছেড়ে এসেছে।
নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আরেফ প্রথম আলোকে বলেন, বাংলাবাজার ঘাটে নৌপুলিশের তৎপরতা আছে। গতকালের দুর্ঘটনায় করা মামলার আসামি গ্রেপ্তার ও লাশ হস্তান্তর–পরবর্তী কার্যক্রমে নৌপুলিশের সদস্যরা ব্যস্ত আছেন। এ কারণে তাঁরা সব সময় ঘাটে থাকতে পারছেন না। এ ছাড়া বাংলাবাজার ঘাট থেকে কোনো অবৈধ নৌযান চলাচল করছে না। শিমুলিয়া ঘাট থেকে কীভাবে স্পিডবোটসহ অবৈধ নৌযান ছেড়ে আসছে, তা তিনি বলতে পারছেন না।