কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখা।

বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় কবিতা-গানে তাকে স্মরণ করে সংগঠনটি।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ এনাম ইসলাম, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।

স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মূসা হাসান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, কবি শামীম আজাদ এবং চলচ্চিত্র নির্মাতা লিসা গাজী।

জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বই থেকে পাঠ করেন বাচিকশিল্পী মুনিরা পারভীন। চিঠি পাঠ করেন নজরুল ইসলাম অকিব।

জাহানারা ইমামকে উৎসর্গ করে কবিতার আবৃত্তি করেন কবি শামীম আজাদ, হরমুজ আলী, হামিদ মোহাম্মদ, শাহাব আহমেদ বাচ্চু, মাসুক ইবনে আনিস, মাহফুজা তালুকদার, মুজিবুল হক মনি ও ধনঞ্জয় পাল। আবৃত্তি করেন উর্মি মাজহার, নিলুফা হাসান ও মুনিরা পারভীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক মাতিয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সহ-সভাপতি জামাল খান ও নাজমা হোসেন, সত্যব্রত দাশ স্বপন, মাহমুদ হাসান মিঠু, লিপি ফেরদৌসী ও কবি আজিজুল আম্বিয়া।

সভা শেষ হয় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দের নেতৃত্বে সমবেত কণ্ঠে গান পরিবেশনার মধ্য দিয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews