মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকায় নিজ বাসা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। গ্রেফতারের পর দুর্জয়কে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তিনি লালমাটিয়ার একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও আর্থিক অনিয়মসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে, দুর্নীতির একটি মামলায় চলতি বছরের ২১ জানুয়ারি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত দুর্জয়ের মালিকানাধীন ২,৫২৩ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে তার নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করার আদেশ দেওয়া হয়।

নাইমুর রহমান দুর্জয় ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে টানা দুইবার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews