ঈদ উদযাপন কেবল নতুন পোশাকে নয়। দুই হাত মেহেদিতে রাঙিয়ে, পছন্দের প্রসাধনীর ব্যবহারে এবং রূপটানে নিজেকে নতুন রূপে সাজিয়ে নিতে নারীদের জন্য ঈদ বিশেষ উৎসব হয়ে ধরা দেয়। আর সেই পরিকল্পনা-প্রস্তুতিও চলে আগে থেকে, যেন কোনো খামতি না থাকে।

এবার রোজার ঈদ এসেছে চৈত্রের শেষে। গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ, কোরাল, গোলাপির মত হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে আইশ্যাডো ও ব্লাশনের বিক্রিও। দেদার বিক্রি হচ্ছে কোরিয়ান ও জাপানি পণ্যের ট্রেন্ড স্কিন কেয়ার প্রসাধনী।

হাতে মেহেদির রঙও এবার খেলা করবে হালকা নকশায়। ঈদের প্রসাধনী বাজার ঘুরেও মিলেছে তেমনই আভাস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews