চতুর্থ কমিটি বিগত ০৪/০৭/২০১০ তারিখে প্রথম সভায় মিলিত হয়। পরবর্তী সময়ে তারা প্রস্তাব মূল্যায়নের লক্ষ্যে একাধিক সভায় মিলিত হয়। উক্ত কমিটির সদস্য তরুন তপন দেওয়ান, প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, ড. ইশতিয়াক আহমেদ, মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদকালে তাঁরা বক্তব্যে জানান, শুরু থেকেই সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও কাজী মো. ফেরদাউস প্রাথমিকভাবে জাপানি কোম্পানি ওরিয়েন্টাল কনসালট্যান্ট কোম্পানি লিমিটেডকে কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে সরকারি আগ্রহ রয়েছে মর্মে উদ্দেশ্যমূলকভাবে ব্যক্ত করেন এবং কাজী মো. ফেরদাউস স্বতঃপ্রণোদিত হয়ে একটি ত্রুটিপূর্ণ মূল্যায়ন শিট প্রস্তুত করে তাতে বাকি সদস্যদের স্বাক্ষর গ্রহণের অপপ্রয়াস চালান। এই কাজে সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া কাজী ফেরদাউসের সহযোগী ছিলেন মর্মে সাক্ষ্যে প্রকাশ পায়।

অনুসন্ধানকালে সাক্ষ্য-প্রমাণে আরও দেখা যায় যে কমিটির অপরাপর সদস্যরা স্বীয় উদ্যোগে নিজ নিজ মূল্যায়ন কার্যক্রম বহাল রাখেন এবং তা চাহিবামাত্র দাখিল করার মতো অবস্থায় প্রস্তুতিপূর্বক অপেক্ষা করতে থাকেন, কিন্তু ইতিমধ্যে সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও কাজী ফেরদাউস জাপানি কোম্পানি ওরিয়েন্টাল কোম্পানি লিমিটেডকে কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে সফল হতে না পেরে তাঁরা স্বীয় স্বার্থ হাসিলের নিমিত্ত এসএনসি-লাভালিনকে কার্যাদেশ প্রদানের অপপ্রয়াস চালানো শুরু করেন।

উল্লেখ্য, কাজী মো. ফেরদাউস আরও আগে থেকেই এসএনসি-লাভালিনের প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলের সঙ্গে একটি গোপন সম্পর্ক রক্ষা করে চলতেন। ইতিপূর্বে দরপত্র দাখিল এবং খসড়া রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) প্রণয়নকালে তিনি বিভিন্ন গোপন সংবাদ ফাঁস করে দিয়ে এসএনসি-লাভালিনকে অবৈধ সুবিধা প্রদান করে আসছিলেন। বিশেষ করে তাঁর সহপাঠী ও বন্ধু রিয়াজ আহমেদ জাবেরের যোগসাজশে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে অসৎ উপায় অবলম্বন করে খসড়া আরএফপি ই-মেইলযোগে মো. ইসমাইলের নিকট কানাডায় প্রেরণ করেন, যাতে এসএনসি-লাভালিন অবৈধ সুবিধা ভোগ করতে সক্ষম হয়। ওরিয়েন্টাল কোম্পানি লিমিটেডকে কার্যাদেশ প্রদানের নিমিত্ত সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার প্রাথমিক উদ্যোগ ভেস্তে যাওয়ায় কাজী মো. ফেরদাউস, মো. ইসমাইল ও সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এসএনসি-লাভালিনের পক্ষে কার্যক্রম পরিচালনা করেন। ইতিমধ্যে তাঁদের এই অসাধু চক্রের মধ্যে অন্তর্ভুক্ত হন মো. মোস্তফা। অতঃপর সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও কাজী ফেরদাউস মূল্যায়ন কমিটিকে (চতুর্থ কমিটি) দিয়ে এসএনসি-লাভালিনের পক্ষে কার্যাদেশ প্রাপ্তির প্রচেষ্টা চালান। কিন্তু কমিটির অপরাপর সদস্যদের দৃঢ়তার কারণে তা সফলকাম হয়নি।

অতঃপর মোশাররফ হোসেন ভূঁইয়া কমিটির কাউকে রাজি করাতে না পেরে কমিটির সদস্যদের অবহিত না করেই একতরফাভাবে নথির সংশ্লিষ্ট নোটে ত্রুটিপূর্ণ তথ্য উপস্থাপন করে প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে বিগত ০৪/১১/২০১০ তারিখে আরেকটি মূল্যায়ন কমিটি গঠন করেন। এ ছাড়া কমিটিকে পর্যাপ্ত মূল্যায়নের সুযোগ না দিয়ে তাঁর সহযোগী ও নবগঠিত মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী ফেরদাউসের মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্যাদি সরবরাহ না করে এবং সময়ে সময়ে বিশ্বব্যাংকের দোহাই দিয়ে মনগড়া মতে মূল্যায়ন প্রাপ্তির ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের নীতিমালার বিধান ভঙ্গ করে প্রকল্প পরিচালককেও পাশ কাটিয়ে মনগড়াভাবে এসএনসি-লাভালিনের পক্ষে বিশ্বব্যাংকে সুপারিশ প্রেরণের ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার মাসুদ আহমেদের সুনির্দিষ্ট পরামর্শ থাকা সত্ত্বেও কাজী মো. ফেরদাউস প্রকল্প পরিচালকের পরামর্শ গ্রহণ করেননি। কাজী মো. ফেরদাউস এসব তথ্য উদ্দেশ্যমূলকভাবে মূল্যায়ন কমিটির কোনো সদস্যকে অবহিত করেননি।

কাজী মো. ফেরদাউস এ বিষয়–সংক্রান্ত সঠিক তথ্যাদি মূল্যায়ন কমিটিকে সরবরাহ না করায় বিধিবহির্ভূতভাবে ও উদ্দেশ্যমূলক কারণে কেবল হালক্রো গ্রুপ লিমিটেড এবং এসএনসি-লাভালিনের সিভি পরীক্ষা-নিরীক্ষা করেন। এ ক্ষেত্রে উক্ত দুটি প্রতিষ্ঠানের সবগুলো সিভি পরীক্ষা না করে কেবল ২৭টি করে সিভি পরীক্ষা করা হয়। এ পর্যায়ে এসে হালক্রো গ্রুপের দাখিল করা ইঞ্জিনিয়ার মুহির উদ্দিন আহমেদের সিভির ত্রুটি দেখিয়ে প্রাপ্ত নম্বর থেকে ২.৪০৯ কেটে দেওয়া হয় এবং অন্যদিকে এসএনসি-লাভালিনের নাহিদ আমিনের ত্রুটিপূর্ণ তথ্য থাকার কারণে প্রাপ্ত নম্বর থেকে মাত্র ১.৩৬ কমানো হয় এবং এভাবেই অতি কৌশলে কারিগরি বা আর্থিক কোনো মূল্যায়নেই সর্বোচ্চ নম্বর না পাওয়া সত্ত্বেও এসএনসি-লাভালিনকে কার্যাদেশ প্রদানের সুপারিশ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের ব্যাপক আপত্তিতে যাবতীয় কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews