আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষ্যে ‘চেস মাস্টার-২০২৫’ প্রতিযোগিতা আয়োজন করেছে শিল্পগ্রুপ আরএফএলের ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’।

কিশোর ও যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাণ আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন হৃশিন তালুকদার; রানার আপ হন আজান মাহমুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই দুরন্ত স্পোর্টস গ্যালারির আফতাবনগরের প্রদর্শনীকেন্দ্রে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ।

এ সময় আন্তর্জাতিক দাবা সংগঠক মাহমুদা হক চৌধুরী মলি, দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব বিজনেস মো. সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস মো. কামাল হোসেন এবং আরএফএল রিটেইলের ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাণী হামিদ বলেন, “আমি চাই সবাই যেন দাবা ও অন্যান্য খেলাধুলায় যুক্ত হয়। বিশেষ করে নারী দাবাড়ুদের অংশগ্রহণকে আমি সবসময় উৎসাহ দেই এবং আশা করি, দুরন্ত স্পোর্টস গ্যালারি ভবিষ্যতে নারীদের জন্যও বিশেষ দাবা প্রতিযোগিতা আয়োজন করবে”।

দুরন্ত স্পোর্টস গ্যালারির সিরাজুল গনি মঞ্জু বলেন, “আমরা সবসময় চাই যুবসমাজ খেলাধুলায় সম্পৃক্ত থাকুক। আমরা এ ধরনের আয়োজন করি যেন খেলাপ্রেমীরা অংশ নিতে পারেন। আমরা ভবিষ্যতেও নানা ধরনের খেলার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করব।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews