পেইড প্ল্যানে না গিয়েও গুগলের জায়গা খালি করা সম্ভব। ছবি: ফ্রিপিক
পেইড প্ল্যানে না গিয়েও গুগলের জায়গা খালি করা সম্ভব। ছবি: ফ্রিপিক
ঈদের বন্ধে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। এই মুহূর্তগুলো ধরে রাখতে ছবি-ভিডিও তোলা হয় প্রচুর, যা অনেক সময় গুগল ড্রাইভের ১৫ গিগাবাইটের ফ্রি জায়গা দ্রুতই পূর্ণ করে ফেলে।
জায়গা শেষ হয়ে গেলে গুগল ‘গুগল ওয়ান’ প্ল্যানে আপগ্রেড করতে বলে, যা কিনে নিতে হয়। তবে সিনেটের তথ্যমতে, কিছু সহজ কৌশল জানলে পেইড প্ল্যানে না গিয়েও গুগলের জায়গা খালি করা সম্ভব।
প্রথমেই বড় ফাইলগুলো খুঁজে মুছে ফেলা ভালো উপায়। গুগল ড্রাইভে লগইন করে বাম পাশের ‘স্টোরেজ’ অপশনে ক্লিক করলে সবচেয়ে বড় ফাইলগুলো দেখা যাবে। যেগুলো দরকার নেই, সেগুলো নির্বাচন করে ডিলিট করলে অনেক জায়গা খালি হয়।
পরে ‘ট্র্যাশ’ অপশন থেকে ‘এম্পটি ট্র্যাশ’ চাপতে হয়, না হলে ফাইলগুলো পুরোপুরি মুছে যাবে না। একই কাজ মোবাইল থেকেও করা যায়, যদিও কম্পিউটারে করলে সহজ হয়।
জিমেইলেও বড় আকারের মেইল জমে জায়গা দখল করে। মেইলের সার্চ বারে “has:attachment larger:10MB” লিখলে বড় ফাইলসহ মেইলগুলো দেখা যায়। দরকার না থাকলে সেগুলো মুছে দিন এবং পরে ট্র্যাশ গিয়ে সেখান থেকেও খালি করে ফেলুন।
একইভাবে স্প্যাম ফোল্ডারেও অনেক অপ্রয়োজনীয় মেইল জমে থাকে। ‘স্প্যাম’ এ গিয়ে ‘ডিলিট অল স্প্যাম ম্যাসেজ নাও’ চাপলেই সেগুলো মুছে যাবে।
গুগল ফটোসেও ছবি ও ভিডিও অনেক জায়গা নেয়। পুরনো ও ডুপ্লিকেট ছবি মুছে ফেলা হলে ভালো পরিমাণ জায়গা ফাঁকা হয়। এখানে ছবি বা ভিডিও সিলেক্ট করে ট্র্যাশে পাঠিয়ে পরে সেটা খালি করে দিতে হবে।
তবে আইফোন ব্যবহারকারীদের জন্য একটা সতর্কতা গুগল ফটোস থেকে ছবি ডিলিট করলে তা ফোন থেকেও মুছে যেতে পারে। ডিলিট করার আগে সতর্ক বার্তাটি ভালোভাবে দেখে নেওয়া উচিত।
যদি কোনো কিছু মুছে ফেলতে না চান, তবে ফাইলগুলো কম্পিউটারে ডাউনলোড করে গুগল থেকে মুছে দিতে পারেন। ড্রাইভ বা ফটোস থেকে দরকারি ফাইল সিলেক্ট করে ডাউনলোড করে নিন। পরে সেগুলো গুগল অ্যাকাউন্ট থেকে ডিলিট করে ট্র্যাশ খালি করে দিন।
আর একটি বোনাস পরামর্শ, গুগল ফটোসের ছবির সাইজ কমিয়ে রাখলে কিছুটা জায়গা ফাঁকা করা যায়, যদিও এতে ছবির কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে।
এই কৌশলগুলো ব্যবহার করে আপনি গুগল ড্রাইভ, জিমেইল ও ফটোসের জায়গা অনেকটাই খালি রাখতে পারবেন, তাও আবার কোনো টাকা খরচ না করেই।