জানেন তো, এই শীতে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে ত্বকের দায়িত্বও ছেড়ে দিতে পারেন দুধের ওপর।  

জেনে নিন মনের মতো কোমল-উজ্জ্বল-তারুণ্যভরা ত্বকের জন্য কীভাবে দুধ ব্যবহার করবেন-



মেকআপ তুলতে দুধে তুলা ভিজিয়ে মুছে নিন  



আধাকাপ ঠান্ডা দুধের সঙ্গে আধাকাপ গ্রিনটি ঠান্ডা করে মিশিয়ে নিন।





বলিরেখা বা রোদে পোড়া কালো দাগগুলো কয়েকদিন পরই আর ত্বকে খুঁজে পাবেন না 



ত্বকের ব্রণ, ফুসকুড়ি সহজেই দূর হবে শুধু দুধ আর অর্ধেকটা পাকা কলা চটকে তাতে একটু মধু মেশান। এই প্যাক ত্বকে মেখে আধাঘণ্টা রেখে ধুয়ে নিন



ত্বক থেকে মরা কোষ ঝরাতে মধু, ওটস এবং দুধের সর মিশিয়ে মিনিট দশেক স্ক্রাব করুন।









দুধের ব্যবহারে ত্বকের স্বাভাবিক ফেরার পাশাপাশি ত্বকের নিষ্প্রাণ ত্বকে জেল্লাও ফিরবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪

এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews