অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুযোগ করে দিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে বই প্রকাশ করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা।’ তিনি বলেন, তাঁকে পদত্যাগ ও দেশ ছাড়তে বাধ্য করার কথা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে লেখা বইয়ের সমালোচনা করে তিনি বলেন, এ বইয়ে যে তথ্য এসেছে, তা অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই আইনজীবী নেতা বলেন, ‘তিনি কী কী করেছেন তা হয়তো এখন দালিলিকভাবে বেরিয়ে আসবে সরকারি তথ্য-উপাত্তে।’

গতকাল শনিবার দুপুরে বার কাউন্সিলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এ কথা বলেন। এ সময় বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. কবির উদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম খান ও বার কাউন্সিলের সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘সিনহা সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন, তখন আমি সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ছিলাম। আমার ওঠা-বসার সুযোগ হয়েছে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন, যে তিনি অসুস্থ না, তাঁকে জোর করে অসুস্থ বানানো হয়েছে—এগুলো আমার কাছে বলতে পারতেন। কিন্তু কখনোই বলেননি।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews