বর্তমানে হৃদরোগের পাশাপাশি যে নীরব ঘাতক ভয়ঙ্করভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তা হলো ব্রেন স্ট্রোক। বাংলাদেশসহ সারা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর লাখ লাখ মানুষ স্থায়ীভাবে পঙ্গু হয়ে পড়ছেন বা মৃত্যুবরণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোকের প্রাথমিক লক্ষণ দ্রুত বুঝতে পারলে রোগীকে সময়মতো চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব।

ব্রেন স্ট্রোক কী?
মস্তিষ্কে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে বা মস্তিষ্কে রক্তপাত হলে ব্রেন স্ট্রোক ঘটে। এতে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পায় না এবং কোষগুলো দ্রুত মারা যেতে শুরু করে। এই প্রক্রিয়ায় রোগী হঠাৎ দুর্বল হয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান বা মৃত্যুর মুখে পড়েন।

স্ট্রোকের প্রধান লক্ষণসমূহ:
মুখের এক পাশ ঝুলে পড়া বা বিকৃত হওয়া
এক হাতে বা পায়ে হঠাৎ দুর্বলতা
কথা জড়ানো বা অস্পষ্ট উচ্চারণ
দৃষ্টিশক্তি হঠাৎ ঝাপসা হয়ে যাওয়া
ভারসাম্য হারানো বা হঠাৎ পড়ে যাওয়া
অস্বাভাবিক তীব্র মাথাব্যথা
আচরণে অসংলগ্নতা বা জ্ঞান হারানো

FAST টেস্ট: স্ট্রোক শনাক্তে সহজ কৌশল
বিশেষজ্ঞদের মতে, FAST শব্দটি মনে রাখলেই স্ট্রোকের প্রাথমিক লক্ষণগুলো সহজে চেনা যায়—

F (Face): মুখের এক পাশ কি ঝুলে গেছে?
A (Arms): দু'হাত তুললে একটি হাত কি পড়ে যাচ্ছে?
S (Speech): কথা কি অস্পষ্ট বা জড়ানো?
T (Time): এক্ষুনি চিকিৎসা নিন, এক মুহূর্তও দেরি নয়।

“গোল্ডেন আওয়ার”– জীবন বাঁচানোর সেরা সময়
স্ট্রোকের ক্ষেত্রে প্রথম ১ থেকে ৩ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে রোগীর জীবন রক্ষা ও মস্তিষ্কের ক্ষয়রোধ সম্ভব।

ব্রেন স্ট্রোক যেকোনো বয়সে, যেকোনো সময় হতে পারে। তাই পরিবার ও আশেপাশের লোকজনকেও এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন করা জরুরি। সময়মতো পদক্ষেপই জীবন বাঁচাতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews