উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জের হাইওয়ে থানার এসআই মো. শাহ আলম জানান।
নিহত আরিফ মিয়া (১৯) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের মো. সঞ্জু মিয়ার ছেলে। তিনি লেগুনার চালক ছিলেন।
আহতদের পলাশবাড়ী ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, লেগুনাটি ধাপেরহাট থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।
“এতে লেগুনাটি ছিটকে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় এবং বাসটি উল্টে যায়। এতে লেগুনার চালক ঘটনাস্থলেই মারা যান।”
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা গেলেও এর চালক ও সহযোগী পালিয়ে গেছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।