নিবরাস প্রপার্টিজ লিমিটেডের নির্বাচনী বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৩ বছরের জন্য (২০২৪-২০২৭ সেশন) শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ চেয়ারম্যান ও মো: মোছলেহ উদ্দিন আলমগীর ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হন।
নির্বাচিত ইসি সদস্যরা হলেন, সামসুন নাহারের পক্ষে ড. নুরুল্লাহ আল মাদানী সিনিয়র ভাইস চেয়ারম্যান, মুহাম্মাদ রফিকুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান, মো: মেজবাহ উদ্দিন চৌধুরী উপব্যবস্থাপনা পরিচালক, মনোয়ারা বেগমের পক্ষে মো: আতাউর রহমান শরীফ অ্যাকাউন্টস সুপারভাইজার এবং রুমা আক্তারের পক্ষে মো: মহসিন হাবীব অ্যাডভাইজার। নির্বাচিত ইসি সদস্যদের সাথে পরামর্শ করে চেয়ারম্যান আরো দুইজন ইসি সদস্য অন্তর্ভুক্ত করেন। ইসি সদস্যরা হলেন, মো: আবদুর রহিম কামাল অর্থ পরিচালক ও মো: মাজেদুর রহমান খান ইসি সদস্য। বিজ্ঞপ্তি।