রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর এবং ভোরে রাজশাহী নগরীর বায়া ও গোদাগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত ৩০ বাসযাত্রীর মধ্যে অন্তত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস রাজশাহী নগরীর বায়া উত্তরা হিমাগারের সামনে একটি ভটভটিকে (শ্যালো মেশিন চালিত যানবাহন) ওভারটেক করতে যায়।এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নিহত হন।এসময় বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হন।নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, নিহতদের লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এছাড়া পলাতক বাসচালক ও তার সহযোগীকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি।অপরদিকে রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে শামসুল হক (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার গোপালপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শামসুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, গোপালপুর মোড়ে একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল।এসময় পেছন থেকে আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়।এতে ট্রাকের সামনে বসে থাকা ফল ব্যবসায়ী শামসুল ঘটনাস্থলেই নিহত হন।তার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews