ক্যালিফোর্নিয়ার ‘সিরিজ খুনি’ সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

২৭ এপ্রিল, ২০১৮ ইং

বিবিসি


গত শতকের সাত ও আটের দশকে হওয়া খুন, ধর্ষণ ও চুরির শতাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো পুলিশ ৭২ বছর বয়সী সন্দেহভাজন জোসেফ জেমস ডিএঞ্জেলোকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।


কথিত এই ‘গোল্ডেন স্টেট কিলার’ই ১২ খুন, ৫১টি ধর্ষণ ও ১২০টিরও বেশি চুরির জন্য দায়ী বলে ধারণা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সন্দেহভাজন এ অপরাধী দীর্ঘদিন ধরেই সাক্রামেন্টো এলাকায় বসবাস করে আসছেন। চার দশক আগের ধামাচাপা পড়া অপরাধগুলোর নতুন তদন্ত শুরুর পর ডিএঞ্জেলোর খোঁজ মেলে, দাবি তদন্ত কর্মকর্তাদের। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ১৯৭৮ সালে সাক্রামেন্টোতে ব্রায়ান ও কেটি ম্যাগরি এবং ১৯৮০ সালে ভেনচুরা কাউন্টিতে শার্লেন ও লাইমেন স্মিথকে হত্যার অভিযোগ আনা হয়েছে। বাকি অভিযোগগুলোও একে একে আনা হবে বলে জানিয়েছেন কৌঁসুলিরা।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews