জাপানে সুয়ারেজ পাইপ পরিদর্শনের সময় ম্যানহোলে পড়ে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশবাহিনীর বরাতে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী টোকিওর উত্তরাঞ্চলে সাইতামা প্রিফেকচারের গিয়োদা শহরে শনিবার (২ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীদের সঙ্গে সুয়ারেজ পাইপ পরিদর্শন করতে গিয়ে মারা যান ওই চার ব্যক্তি। তাদের সবার বয়স ছিল পঞ্চাশের মতো।

এনএইচকের প্রকাশিত ভিডিও ফুটেজে ম্যানহোলের কাছে জরুরি ও উদ্ধারকর্মীদের তৎপরতা দেখা গেছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতে একটি সড়কে বিশাল ধসের পর জরুরি ভিত্তিতে সেখানকার সুয়ারেজ লাইন যাচাইয়ের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সুয়ারেজ লাইনের বর্জ্য পরিষ্কারের নির্দেশ ছিল তাদের ওপর।

পুলিশের বক্তব্য, পরিদর্শনকালে এক কর্মী ম্যানহোলে পড়ে যান। তাকে রক্ষা করতে গিয়ে আরও তিন সহকর্মী দুর্ঘটনার শিকার হন। সে সময় আরও দশ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই চার ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আলোচ্য ম্যানহোলটি প্রায় দু ফুট চওড়া এবং ৩৩ ফুট গভীর বলে জানিয়েছে পুলিশ।

ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় দমকল বিভাগ।

তাদের বিবৃতিতে বলা হয়, ম্যানহোল থেকে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের অস্তিত্ব খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। তবে প্রথম ব্যক্তি কীভাবে ম্যানহোলে পড়ে গেলেন, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক গিয়োদা শহরের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, দুর্ঘটনার বিস্তারিত এখনও তদন্তাধীন রয়েছে। তাই এখনই কারও ওপর দায় চাপানো ঠিক হবে না।

এর আগে, চলতি বছরের মে মাসে সাইতামার একটি সড়ক ধসে নিখোঁজ এক ট্রাকচালকের মরদেহ কয়েক মাস পর উদ্ধার করে কর্তৃপক্ষ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews