দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নতুন সভাপতি হয়েছেন মাহমুদ হাসান খান।

আগামী মঙ্গলবার বিজিএমইএ কমপ্লেক্সে তার নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে বলে শনিবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শনিবার নির্বাচিত পরিচালকদের মধ্যে ফোরাম প্যানেলের নেতা মাহমুদ নতুন সভাপতি নির্বাচিত হন।

এদিন নতুন কমিটির অফিস বেয়ারার নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মাহমুদসহ অন্যদের নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রথম সহসভাপতি হয়েছেন সেলিম রহমান এবং জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ইনামুল হক খান। বাকি পাঁচ সহসভাপতি হয়েছেন মো. রেজোয়ান সেলিম, মিজানুর রহমান (অর্থ), ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খানসহ সংগঠনের নেতারা। 

বিজিএমইর বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন এবং সদস্য আশরাফ আহমেদ।

গত ৩১ মে ২০২৫-২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদের নির্বাচনে মাহমুদের নেতৃত্বে ৩৫টি পরিচালক পদের মধ্যে ৩১টিতে জয়ী হয় ফোরাম প্যানেল। প্রতিদ্ব্ন্দ্বী সম্মিলিত পরিষদ জয়ী হয় চার পরিচালক পদে।

নির্বাচনে ৩৫ পরিচালক পদে তিনটি প্যানেলের ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সংগঠনের প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত নতুন কমিটি ও পরিচালকদের অভিনন্দন জানিয়েছেন।

বিজিএমইএ নির্বাচনে ৩১ পদে জয়ী ফোরাম প্যানেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews