সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। তার অধারাবাহিক পারফরম্যান্সের জন্য চলছে তুমুল সমালোচনা। এর যৌক্তিক কারণও রয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে রান না পাওয়ার পর প্রথম টেস্টেও তিনি ছিলেন ব্যর্থ। তার ওপর প্রশ্ন উঠছে টেস্টে তার উইকেট বিলিয়ে আসার ধরন নিয়ে। তবে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার থেকে ভালো কিছুর আশা করছেন বাংলাদেশ কোচ নিক পোথাস।

চট্টগ্রাম টেস্টে চন্ডিকা হাথুরুসিংহে না থাকায় প্রধান কোচের দায়িত্ব সামলাবেন পোথাস। সেই টেস্ট শুরুর আগেরদিনও আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে তিনিই টাইগারদের প্রতিনিধি হয়ে এসেছিলেন। এ সময় লিটনকে নিয়ে পোথাস বলেন, ‘আমাদের কথা হয়েছে। ভালো অবস্থায় আছে লিটন। ঝামেলাটা হচ্ছে লিটনের ওপর চাপটা বাইরে থেকে আসছে। আমার মনে হয় লিটনকে শুধু ওর মতো থাকতে দেওয়া উচিৎ। এরপর সেও তার সেরাটা দেখিয়ে দেবে।’ 

লাগাতার সমালোচনা না করে, লিটনকে সুযোগ দিলে ভালো করবেন বলেও আশা পোথাসের, ‘যদি আমরা মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওর পেছনে লেগে থাকি, তাহলে হবে না। আমরা ভুলে যাই এই ছেলেরা ক্রিকেট খেলে বা তাদের টিভিতে দেখায় বলে যে ওরাও মানুষ। এজন্য যদি আমরা তাদের মানুষের মতোই দেখি, আর তাকে তার সেরাটা দেওয়ার সুযোগ দেই, আমি নিশ্চিত সে আপনাদের রেজাল্ট দেখিয়ে দেবে।’

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews