সংগীত জগতের প্রিয়নাম আঁখি আলমগীর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন। এখনো সমানতালে গান গেয়ে যাচ্ছেন, পাশাপাশি ব্যস্ত রয়েছেন দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে। এদিকে জানা গেল, তিনি মিঠুন চক্রবর্তী ও টম ক্রুজের একজন ভক্ত। সম্প্রতি ৭৫-এ পা দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তাই প্রিয় অভিনেতার প্লাটিনাম জয়ন্তীতে পুরোনো অ্যালবামের বেশ কিছু ছবি শেয়ার করেছেন আঁখি। যেখানে তিনি ফ্রেমবন্দি হয়েছেন জীবন্ত কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এরপর তিনি তাঁকে নিয়ে কিছু স্মৃতি রোমন্থন করে বলেন, ‘উনি বাংলাদেশে যখন আসেন তখন আমি বেশ ছোট। ঢাকা ক্লাবে মিঠুনের সম্মানে ডিনার পার্টিতে আব্বু আমাদের নিয়ে যাবে বললেন। আমরা সবাই রেডি, আব্বুও রেডি। হঠাৎ আব্বুর কোনো এক মুভি মিঠুন ভক্ত আঁখিডিরেক্টর বাসায় এসে বললেন, পরের দিনের শুটিংয়ের কিছু পরিবর্তন আছে তাই এখনই স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। আব্বুর কাছে অবশ্যই সেটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের আর মিঠুন দর্শন হয়নি। তবে সেদিন কিন্তু আমার ভিশন মন খারাপ হয়েছিল। গোপনে কান্নাও করেছিলাম। এরপর ২০০৬ সালে লন্ডনে একই মঞ্চে আমরা পারফর্ম করি। গ্রিন রুমে গল্প শুনলাম উনার, উনার সঙ্গে সবার ছবি আমিই তুলে দিলাম। কারণ আমি সব সময় ভালো ক্যামেরা ক্যারি করতাম। আমি যে উনার কত বড় ফ্যান এবং উনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সব মুভি, অখ্যাত বাট দুর্দান্ত গল্প এবং অভিনয়ের সব মুভি আমার দেখা, নিউমার্কেট থেকে উনার পোস্টার কিনে ঘরে টাঙিয়ে রাখা, এসবের কিছুই সেদিন বলিনি। ওগুলো কম হয় আমাকে দিয়ে। কুশলবিনিময় আর আব্বুকে শুভেচ্ছা জানাতে বললেন। আমি মুভি করতে আগ্রহী কি না, কেন করি না তা জানতে চাইলেন। দায়সারা উত্তর দিয়ে কোনায় বসে ছিলাম। উনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন গ্রিন রুমে। প্রিয় অভিনেতার সঙ্গে একই স্টেজে পারফর্ম করছি সেই আনন্দ আমাকে আপ্লুত করে রেখেছিল।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews