মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় ‘জাতিগত নিধনের’ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে তিনি ফিলিস্তিনি এবং তাদের আরব প্রতিবেশীদের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আপনি ২০ লাখ মানুষকে বলতে পারেন না যে, ‘‘ঠিক আছে, এখন অনুমান করুন কী? আপনারা স্থানান্তরিত হবেন’’।  এটি রিয়েল এস্টেট অভিযান নয়, এটি একটি রাজনৈতিক অভিযান। ’ 

এছাড়া ম্যাক্রোঁ গাজায় ইসরাইলি যুদ্ধের সমালোচনাও করেছেন।  তিনি বলেন, ‘আমি সবসময় (ইসরাইল) প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার দ্বিমত পোষণ করেছি। ’

তিনি বলেন, ‘বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে এত বড় অভিযান সঠিক বলে আমি কখনোই বিশ্বাস করি না। ’

গত ৪ ফেব্রুয়ারি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা ‘দখল’ করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। 

নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্প বলেন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুলসংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে।

ট্রাম্পের ‘মধ্যপ্রচ্যের রিভেরা’ তৈরির এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে আরব রাষ্ট্রগুলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews