ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে একটি হচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। সিনেমাটি ঈদের দিন থেকে শুধু সিনেপ্লেক্সেই প্রদর্শিত হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের দর্শক তাই সিনেমাটি দেখতে পারছেন না।

এদিকে ঈদের দিন থেকেই সিনেমার খোঁজখবর রাখছেন বাঁধন। ছুটে বেড়াচ্ছেন প্রেক্ষাগৃহে। প্রথমদিকে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ কম থাকলেও, দিন দিন তা বাড়ছে বলেও জানান অভিনেত্রী। এটি শুধু সিনেপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও দেখানোর মতো সিনেমা। তাই অভিনেত্রী সিঙ্গেল স্ক্রিনের মালিকদের অনুরোধ জানান ঝুঁকি নিয়ে হলেও সিনেমাটি চালানোর।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমার বিশ্বাস এটি সিঙ্গেল স্ক্রিনেও দর্শক পছন্দ করবে। কারণ, এখন পর্যন্ত যারাই দেখেছেন তাদের অনেকেই কাঁদতে কাঁদতে বের হয়েছেন। তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পেরেছেন। তাই আমি সিঙ্গেল স্ক্রিনের প্রেক্ষাগৃহ মালিকদের অনুরোধ জানাব, আপনারা সিনেমাটি চালাবেন, একটু ঝুঁকি নিয়েই দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’

বাঁধন আরও বলেন, ‘সিনেমাটি মুক্তির প্রথন দিন দর্শক সংখ্যা দেখে আমি অনেক আপসেট হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন দর্শক আগ্রহ বাড়ছে তা দেখে অনেক খুশি আমি।’

নারীপ্রধান গল্পের এ সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews