সংযুক্ত আরব আমিরাতের এক গবেষক, যার চার স্ত্রী এবং একশ'রও বেশি সন্তান রয়েছে। তিনি সম্প্রতি শারজাহ ফোরামে তার জীবন কাহিনী তুলে ধরেছেন। সাঈদ মুসবা আল কেতবি একজন সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক গবেষক। তার এই চমকপ্রদ ব্যক্তিগত জীবনের গল্প অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে।

শারজাহ ইনস্টিটিউট ফর হেরিটেজে অনুষ্ঠিত শারজাহ আন্তর্জাতিক বর্ণনাকারী ফোরামে আল কেতবি তার পারিবারিক জীবনের কথা জানান। তিনি বলেন, আমি চারজনকে বিয়ে করেছি এবং আল্লাহ আমাকে একশ'রও বেশি সন্তানের আশীর্বাদ দিয়েছেন। তার এই কথা শুনে দর্শক ও শ্রোতারা অবাক হন।

আল কেতবি জানান, তিনি তার সন্তানদের মধ্যে ‘আল সান’আ’ অর্থাৎ আমিরাতের ঐতিহ্যবাহী মূল্যবোধ ও রীতিনীতিশিক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, আমি নিশ্চিত করি যে তারা যেন সম্মান, পারিবারিক দায়িত্ব এবং আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য সম্পর্কে জানতে ও শিখতে পারে। তার এই মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আল সান’আ হলো সংযুক্ত আরব আমিরাতের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি মূল্যবোধের সমষ্টি। এর মধ্যে রয়েছে বয়স্ক এবং নারীদের প্রতি সম্মান, অতিথি আপ্যায়নে উদারতা, বিনয়, সততা, সহনশীলতা এবং পরিবার, সম্প্রদায় ও জাতির প্রতি আনুগত্য। এছাড়াও, এতে ঐতিহ্যবাহী পোশাক, আরবি ভাষা এবং অন্যান্য রীতিনীতি সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।



এবারের শারজাহ আন্তর্জাতিক বর্ণনাকারী ফোরামের ২৫তম আসর অনুষ্ঠিত হচ্ছে ‘ভ্রমণকারীদের গল্প’  প্রতিপাদ্য নিয়ে। এতে ৩৭টি দেশ থেকে ১২০ জনেরও বেশি গল্পকথক অংশ নিচ্ছেন। ফোরামে লাইভ পারফরম্যান্স, প্রদর্শনী, কর্মশালা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ভ্রমণ বিষয়ক একটি প্রদর্শনী, ৪০টিরও বেশি কর্মশালা এবং ৪০টি নতুন প্রকাশনা।

সূত্র: গালফ নিউজ

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews