দেশের সাধারণ মানুষ এখন ব্যাংক খাত নিয়ে খুবই চিন্তিত। ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত ব্যবসায়ী ও ব্যাংক মালিকেরা মিলে নিচ্ছেন। তাতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। ডলারের দামসহ নানা সিদ্ধান্ত নিয়েও তা যথাযথাভাবে কার্যকর করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংক খাতের ওপর জনগণের আস্থা কমছে। কারণ, ব্যাংকগুলোর স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিক্ষিপ্তভাবে সংস্কার না করে কাঠামোগত সংস্কার করতে হবে। এ জন্য সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের ব্যাংকিং খাতের সামনে কী’ শীর্ষক সংলাপে বক্তারা এ মতামত দিয়েছেন। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সঞ্চালনা করেন সংস্থাটির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধে ফাহমিদা খাতুন বলেন, দেশে স্বজনতোষী পুঁজিবাদের মাধ্যমে অভিজাত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণের জন্য ব্যাংকগুলোকে ব্যবহার করছে।