দেশে আজ একদিনে ভ্যাকসিন নিয়েছে ২ লাখ ৯৬ হাজার ৮৬৬ মানুষ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছে ২৩ হাজার ৮৩৮ জন, দ্বিতীয় ডোজ ২ হাজার ৪৪ জন।

সিনেফার্মের প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৬০ হাজার ৯৬৫ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ৮৭ হাজার  ৫১৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছে ২২ হাজার ৫০৪ জন।

বিজ্ঞাপন

এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৯০৫ ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। যেখানে প্রথম ডোজ ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ১৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৪১ লাখ ৩১ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৮১ হাজার ১৩৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ।

চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৬৬৫ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৮১ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার ৬৬৭ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে।

এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১০ লাখ ৫২ হাজার ৩৬০ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৪ হাজার ৩০৭ জন নিবন্ধন করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews