উদ্ধারকাজে অংশ নেওয়া নূর আলম মেম্বারের বাড়ির এক বাসিন্দা প্রথম আলোকে বলেন, ‘পুকুরটি অনেক খাড়া আর গভীর। ভরা বর্ষায় এখন পুকুর ভরা পানি। আমরা ডুব দিয়ে পুকুরের তলা স্পর্শ করতে পারছিলাম না। মার হাত থেকে ছুটে ডুবন্ত শিশুটি ক্রমেই পুকুরের অনেক গভীরে চলে গিয়েছিল।’
সন্দ্বীপ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পুকুরটি প্রায় ২০ ফুট গভীর। পেশাদার ডুবুরি দল ছাড়া এত গভীরতায় আমাদের পক্ষেও উদ্ধারকাজ করা কষ্টসাধ্য। আমরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে শিশুটিকে উদ্ধার করেছি।’