মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬৪ দগ্ধ রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয় জানিয়ে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন। তবু হয়তো আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ্ ভরসা।

সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা লেখেন।

উৎসুক জনতাকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে পোস্ট আসিফ নজরুল লেখেন, আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয় তাতে। 

রক্তদাতাদের উদ্দেশে তিনি আরও লেখেন, যারা রক্ত দিতে চান, তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ এবং সিএমএইচ-এ যোগাযোগ করবেন অনুগ্রহ করে।  সবাই দোয়া করবেন। আল্লাহ্র দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews