বিলিয়ন ইউরোর জরিমানা এড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাপের মুখে অবশেষে বড় পরিবর্তন আনল অ্যাপল। এখন থেকে ইইউভুক্ত ২৭ দেশের ব্যবহারকারীরা অ্যাপল স্টোর ছাড়াও অন্য মার্কেটপ্লেস বা সরাসরি ডেভেলপারের ওয়েবসাইট থেকে আইফোন ও আইপ্যাডে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 

চলতি বছরের শেষ দিকে আইওএস ও আইপ্যাডওএস ১৮.৬ আপডেটে চালু হতে যাওয়া এ ফিচারে, ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ব্রাউজার ইঞ্জিনও সেট করতে পারবেন। চেকআউটের সময় মিলবে থার্ড পার্টি ওয়ালেট ব্যবহারের সুযোগ। 

তবে অ্যাপ ডাউনলোডের আগে নিরাপত্তার জন্য থাকবে ‘নোটারাইজেশন স্ক্যান’। নতুন এ নিয়মে ডেভেলপারদের স্বাধীনতা বাড়লেও, রয়েছে খরচের ছোঁয়া। বাইরের বিক্রয়ে ৫ শতাংশ হারে স্টোর সার্ভিস ফি (টিয়ার-১) আর উন্নত সুবিধা পেতে টিয়ার-২ এ ১৩ শতাংশ ফি দিতে হবে। ২০২৬ সাল থেকে চালু হবে ‘কোর টেকনোলজি কমিশন’, যেখানে অ্যাপলের বাইরের পেমেন্টে দিতে হবে অতিরিক্ত ৫ শতাংশ চার্জ। 

এপিক গেমসের সিইও টিম সুইনি এ পরিবর্তনকে ‘ন্যায্য প্রতিযোগিতার ব্যঙ্গ’ বলে অভিহিত করলেও, অ্যাপল দাবি করছে, ৯৯ শতাংশ ডেভেলপার আগের চেয়ে কম বা সমান ফি দেবে। তবে পরিবর্তন যথেষ্ট না হলে ইইউ অ্যাপলের অ্যাপ স্টোর ব্যবসা ভেঙে দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews