ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর ইসরাইলের সাথে পুরোপুরি সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দল লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী।

বুধবার (২ জুন) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুধবার রাতে নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে বলা হয়, জুলাইয়ের ২৭ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই ‘জুদেয়া ও সামারিয়াতে’ (ইসরাইলি পরিভাষায় পশ্চিমতীর) সার্বভৌমত্ব ঘোষণা করা হোক। ইসরাইলের উগ্র-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। আর তাই এখনই পশ্চিমতীর দখলের জন্য ‘উপযুক্ত সময়’।

চিঠিতে তারা হুঁশিয়ারি দেন, যদি বসতি এলাকাগুলোর স্বীকৃতি দিয়ে বাকি এলাকায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তাহলে তা ’ইসরাইলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে’।

চিঠিতে স্বাক্ষরকারী ইসরাইলি মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থনীতিমন্ত্রী, কৃষিমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, পরিবহনমন্ত্রী, বিচারমন্ত্রী, পর্যটনমন্ত্রী, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাস-বিষয়ক, শিক্ষা, সামাজিক সাম্য এবং আঞ্চলিক সহযোগিতামন্ত্রী। এছাড়াও ইসরাইলি পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানাও এতে স্বাক্ষর করেছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বরাবরই বলে এসেছে, পশ্চিমতীর একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা সতর্ক করে বলেছে, এই অঞ্চলের যেকোনো অংশ ইসরাইল দখল করলে দ্বি-রাষ্ট্রীয় শান্তি সমাধান ভেঙে পড়বে।

ইসরাইল ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিমতীর দখল করে নেয়। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর পশ্চিমতীরেও দখলদারিত্ব ও বসতি নির্মাণ কার্যক্রম আরো জোরদার হয়েছে।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে প্রায় ৯৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং সাত হাজারেরও বেশি আহত হয়েছেন।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০২৪ সালের জুলাইয়ে এক রায়ে পশ্চিমতীর ও পূর্ব জেরুসালেমে ইসরাইলি দখলদারিকে অবৈধ ঘোষণা করে ওইসব বসতি খালি করার নির্দেশ দেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews