দর্শকপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি তিনি চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। নিজের চেম্বারে রোগী দেখার ভিজিট নেন মাত্র ৩০০ টাকা। ডা. এজাজ বলেন, অনেকে বলেন, আমি কেন ভিজিট বাড়াই না? এমনকি আমার স্টাফরাও বলেন, আমার জুনিয়ররাও বেশি ফি নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ৩০০ টাকা নিচ্ছি। এতে আমার মানহানি হবে, এমন কথাও শুনি। কিন্তু এসব আমি কানে নেই না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। তিনি বলেন, অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটা মানসিক ব্যাধি। আমি খেতে পারছি, সন্তানদের পড়াশোনা চালাতে পারছি, আল্লাহর রহমতে আমি ভালোই আছি। এর বেশি টাকার দরকারই বা কী? তিনি বলেন, আমাকে অনেকে গরিবের ডাক্তার বলেন। আমার অনেক ভালো লাগে। তবে অনেকেই ভাবেন, এই লোকটি নিজেই প্রচারের কাজটি করাচ্ছেন কিনা? তাই আমি চেম্বারে ছবি তোলা বন্ধ করে দিয়েছি। আগে অনেকেই ছবি তুলতো। পরে দেখতাম অনেক কথা লিখে ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছে। বারবার যদি আপনাকে নিয়ে লেখা হয়, তখন মানুষ ভাবতেই পারে, এই লোকটার এত প্রচার পায় কেন? সেদিক বিবেচনা করে চেম্বারে ছবি তোলা বন্ধ করে দিয়েছি। কিন্তু মানুষ যদি আমার অজান্তে প্রশংসা করে সেটা ভালো লাগে, অনেক তৃপ্তিও দেয়।