সময়, বাজেট অথবা উপযুক্ত আয়োজনের অভাবে মুহূর্তগুলো মিস হয়ে যাওয়ার কারণে অনেক দম্পতির জীবনেই একটি পারফেক্ট বিয়ের ফটোশ্যুটের স্বপ্ন অধরা থেকে যায়। বাকি জীবন অনেকেই হয়তো এই আফসোস নিয়ে কাটায়। তাদের অপূর্ণ স্বপ্নকে পূর্ণতা দিতে গত বিয়ের মৌসুমে বার্জার লাক্সারি সিল্ক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ নেয়। 

সেই লক্ষ্যে নির্বাচিত দম্পতিদের জন্য মালদ্বীপের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে একটি স্বপ্নময় বিয়ের ফটোশ্যুট আয়োজন করা হয়—যা ছিল তাদের জন্য ‘সেকেন্ড চান্স’, অর্থাৎ পুনরায় সেই মধুর মুহূর্তটি ধরে রাখার লোভনীয় সুযোগ। ব্যতিক্রমী এই উদ্যোগটি বার্জার লাক্সারি সিল্ক ব্র্যান্ডের।

উক্ত ফটোশ্যুটগুলি এপিসোড আকারে আগামী ৮, ১৫ এবং ২২ আগস্ট রাত সাড়ে নয়টায় দীপ্ত টিভি-তে সম্প্রচার করা হবে। এছাড়া দর্শক চাইলে দীপ্ত প্লে এবং দীপ্ত টিভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন।

ক্যাম্পেইনটির সাফল্য উদযাপনে সম্প্রতি উত্তরার প্রাণকেন্দ্রে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ারের আয়োজন করা হয়। 

বার্জার লাক্সারি সিল্ক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মিম, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার মতো সেরা তারকাদের নিয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা পাঁচজন সৌভাগ্যবান দম্পতিকে বাছাই করেন। নির্বাচিত এই দম্পতিরা গত ১২ ফেব্রুয়ারি তাদের বহুল প্রত্যাশিত ফটোশ্যুটের জন্য মালদ্বীপের উদ্দেশে রওনা দেন। গ্র্যান্ড প্রিমিয়ারে সেই অভিজ্ঞতার প্রতিচ্ছবি বড় পর্দায় দেখানো হয়।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews